ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

কমলনগরে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৬:৩০

কমলনগরে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বুধবার উপজেলা রিটার্নিং কর্মকর্তা আকতারুজ্জাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এদের মধ্যে আওয়ামী লীগ থেকে দলীয় প্রতীক নৌকা উপজেলা যুবলীগের প্রথম যুগ্ম-আহবায়ক আহসান উল্লাহ হিরণকে দেয়া হয়। আর বাকিরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পান।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ইসমাইল হোসেন (মেম্বার) (মোটরসাইকেল), আবুল কাশেম হাওলাদার (আনারস) ,মো. সেলিম (ঘোড়া), মাইন উদ্দিন (চশমা), হুমায়ুন কবির (টেলিফোন) ও মাইন উদ্দিন (অটোরিকশা)।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি চর লরেন্স ইউপির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত