ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ০২:০০

সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

অর্থ আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বিশ্বনাথ এসএমই/কৃষি শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার আসামিরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বিশ্বনাথ এসএমই/কৃষি শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আহমেদ, সাবেক ক্যাশ ইনচার্জ সালাহউদ্দিন আহমেদ, সাবেক অফিসার রাকিব আহমেদ, রহমান ট্রেডিং করপোরেশনের মালিক মাহমুদুল কায়েস ও হবিগঞ্জের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন।

২০১৭ সালের ১৬ নভেম্বর সিলেটের বিশ্বনাথ থানায় মামলাটি (নম্বর-০৫) করে দুদক। মামলার বাদী দুদকের সম্বনিত জেলা কার্যালয় সিলেটের সাবেক উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন- দুদক সম্বনিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহম্মদ।

মামলার এজহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সিলেটের বিশ্বনাথ এসএমই /কৃষি শাখার গ্রাহকদের তিনটি সঞ্চয়ী হিসাব থেকে এককোটি ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলণ করে আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দেয় কমিশন।

  • সর্বশেষ
  • পঠিত