ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ২১:০৩  
আপডেট :
 ১৪ জুলাই ২০১৯, ২১:১৩

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে এম.এ. নাঈম নামের ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।

খবিরুল আহসান জানান, দীর্ঘদিন ধরে নাঈম ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন।

এমন অভিযোগ পেয়ে বিকেলে সদর উপজেলার জকসিন বাজার এলাকার মেসার্স কাজী ফার্মা’র নিজ চেম্বারে অভিযান চালানো হয়।

এসময় সে কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ওই সাজা দেওয়া হয়।

পরে তাকে র‌্যাবের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত