ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

সুনামগঞ্জে ১ লাখ ৩০ হাজার পরিবার পানিবন্দি

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১১:৩৭

সুনামগঞ্জে ১ লাখ ৩০ হাজার পরিবার পানিবন্দি

পাহাড়ি ঢল ও বর্ষণে প্লাবিত হয়ে সুনামগঞ্জের ১১ উপজেলার ৭০টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৩০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়রা বলছে, বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশি পরিবার।

বন্যায় এলাকার নলকূপগুলো তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি সংকটসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন এসব এলাকার কৃষকরা। তলিয়ে গেছে সব উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সরকারি ১০টি বন্যাশ্রয় কেন্দ্র রয়েছে। সেগুলো প্রস্তুত রাখার পাশাপাশি জেলার বন্যাশ্রয় কাম স্কুল হিসেবে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এরইমধ্যে ২৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান গত ৪ দিন ধরে বন্ধ। আরো ৩ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও আসা যাওয়ার একমাত্র রাস্তা তলিয়ে যাওয়ায় সেগুলোও বন্ধ রয়েছে।

জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও বক্ষব্যাধি হাসপাতাল প্লাবিত হয়ে সাধারণ মানুষদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বন্যার কারণে দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পেয়েছে। গ্রাম এলাকার অনেক হাট বাজার পানিতে তলিয়ে যাওয়ায় সেখানেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক জানান, প্রথম পর্যায়ে বন্যাক্রান্ত ছয়টি উপজেলায় ৩ লাখ টাকা, ৩০০ মেট্রিকটন চাল ও ২৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে চাহিদা পাঠানোর পর গতকাল রবিবার ১০ লাখ টাকা, ৩০০ মেট্রিকটন চাল ও ৪০০০ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো বন্যাকবলিত ১১ উপজেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের জন্য উপজেলায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, আমার ইউনিয়নের সব গ্রাম প্লাবিত। অনেক মানুষের বাড়িঘরে পানি। অনেক মানুষ রান্নাবান্না করতে পারছে না। কৃষকরা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। নিজেরা কোনভাবে ম্যানেজ করতে পারলেও গোখাদ্য নিয়ে চিন্তিত তারা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত