ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

এরশাদের প্রতি কৃতজ্ঞ ড. ইউনূস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ২১:৩৯

এরশাদের প্রতি কৃতজ্ঞ ড. ইউনূস

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এরশাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে ড. ইউনূস বলেন, গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তার কাছে পেশ করি। অর্থমন্ত্রীর জোরালো সমর্থনে তিনি ওই প্রস্তাব গ্রহণ করেন। আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। প্রেসিডেন্ট এরশাদ এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না।

তিনি বলেন, প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন করে দিয়েছেন এবং সেটিকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সে আইন সংশোধন করে দিয়ে গেছেন। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত