ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

তলিয়ে গেলো রাঙামাটির ঝুলন্ত সেতু

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৬:৩৪

তলিয়ে গেলো রাঙামাটির ঝুলন্ত সেতু

পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতু ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এরপর সেতুর ওপর দিয়ে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। এ কারণে ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

প্রসঙ্গত, দু’টি পাহাড়কে সংযুক্ত করে ১৯৮৬ সালে কাপ্তাই হ্রদের ওপর ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়। ৩৩৫ ফুট দীর্ঘ এ সেতুটি নির্মাণের পর ওই জায়গার আকর্ষণ অনেক গুণ বেড়ে যায়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত