ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ২০:৪৩

গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

বরিশালের রায়পাশা গ্রামীণ ব্যাংক শাখা থেকে ১৩ জন গ্রাহকের প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক দুই কর্মকর্তাকে ৫ বছরের জেল ও ৯ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকেলে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মহসিন নূল হক আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসামিরা হচ্ছে সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। তিনি যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং সাবেক কর্মকর্তা শাহ আলম বাগেরহাটের চালিতাবুনিয়ার হাতেম আলীর ছেলে।

মামলার বাদী হচ্ছেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে একই বছরের ৭ জুলাই পর্যন্ত ১৩ জন গ্রাহকের ৫ লাখ ৯৭ হাজার ৭শ’ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর মামলা দায়ের করা হয়। ২০১৪ সালেল ১৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত