ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৪:১২

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইটবোঝাই ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক কিশোরী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে ক্যাম্পের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) ও তার দুই বছরের ছেলে মো. কায়সার। আহত কিশোরী হলেন আনোয়ারের মেয়ে রাজমিন (১৭)।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সেক্রেটারি নুর মোহাম্মদ জানান, সকালে ক্যাম্পের উন্নয়ন কাজের জন্য ইট নিয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঝুঁপরি ঘরের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় রাজমিন নামের এক কিশোরী আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত