ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

এফ হক টাওয়ারে আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ০৭:২৫

এফ হক টাওয়ারে আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৫টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নিয়ন্ত্রণ কক্ষ জানায়, কাঁঠালবাগানের ঢালে বাংলাভিশন টেলিভিশনের পাশের ওই ভবনে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওই ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে। খবর পেয়ে সকাল ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত