ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বিপদসীমার ওপরে যমুনার পানি

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০১৯, ১৪:১৮

বিপদসীমার ওপরে যমুনার পানি

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার পাঁচটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে।

জেলার আভ্যন্তরীণ কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীতে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের হিসাব মতে, জেলার দৌলতপুর, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩টি গ্রামে ২১ হাজার ৯১৮ পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

মানিকগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক ফারুক হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই যমুনার পানি আরিচা পয়েন্টে বিপদসীমার ওপরে। বর্তমানে পানি বেড়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে নদীর পাড় ভাঙতে শুরু করেছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত