ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মুঠোফোনে কথা বলতে গিয়ে ট্রাকের নিচে গ্রামীণফোন কর্মকর্তা

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৭:১৭

মুঠোফোনে কথা বলতে গিয়ে ট্রাকের নিচে গ্রামীণফোন কর্মকর্তা

চলন্ত মোটরসাইকেলে মুঠোফোনে কথা বলতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন রবিউল ইসলাম (৩৫) নামে এক গ্রামীণফোন কর্মকর্তা।

নিহত রবিউল ইসলাম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে ও জেলা গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন।

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাতে সহকর্মীর সঙ্গে মোটরসাইকযোগে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে এরুলিয়া বাজারের শম্ভু ফ্লাওয়ার মিলের কাছে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে অসাবধানতাবশত মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গী অক্ষত রয়েছেন বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত