ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত বেনাপোলের রুমানার ঢাকায় মৃত্যু

  বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৭:১৫

ডেঙ্গুতে আক্রান্ত বেনাপোলের রুমানার ঢাকায় মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর মেয়ে রুমানা খান (২৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাত ১টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।

রুমানা বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কার্য নির্বাহী পরিষদের সদস্য ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং ঢাকাস্থ বেনাপোল সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামসেদ আলী খানের স্ত্রী।

তার পিতা মেহেরুল্লাহ জানান, সে স্বামীর সাথে ঢাকায় থাকতো। সেখানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করে। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শনিবার সকালে রুমানার মরদেহ তার গ্রামের বাড়ি বেনাপোলে আনা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত