ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

সকল শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে: শিল্পমন্ত্রী

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৮:০২

সকল শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন সকল শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে। রাষ্ট্রায়ত্ত কল-কারখানায় দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির সার কারখানাগুলোর পারফরমেন্সের ফলে বাংলাদেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসস্পূর্ণ হয়েছে। সার আমদানির পরিবর্তে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সার রপ্তানির যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন প্রতষ্ঠিানকে অনুদানের চেক প্রদানকালে তিনি এ কথা বলেন।

চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মর্কতা শাফিয়া আক্তার শিমু, নরসিংদী এলজিআরডি নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, সহকারী কমিশনার (ভূমি) সাদিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবদুস সাদের প্রমুখ

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত