ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণে সাকিব আল হাসান

  মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৬  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:০২

বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণে সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মানিকগঞ্জের ঘিওরে বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাকিব আল হাসান।

সোমবার মানিকগঞ্জের ঘিওরে ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে সাকিব বলেন, ‘জনসেবা মূলক কাজ করতে আমার ভালো লাগে। সামাজিক দায়বদ্ধতা থেকেই ত্রাণ কার্যক্রমে ও ইউনিসেফের ডাকে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও সুযোগ পেলে এমন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকব।’

এ সময় বন্যাদুর্গত দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুজর্য়, গ্রাউন্ড বোর্ডের ম্যানেজার আব্দুল বাতেন, সদস্য গামেনি সিলভা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত