ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জামালপুরে সাবেক সিভিল সার্জনসহ ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১৭:৫৩

জামালপুরে সাবেক সিভিল সার্জনসহ ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সাবেক সিভিল সার্জনসহ ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি এসে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেও এখন আক্রান্ত হচ্ছে জামালপুরের বসবাসকারীরাও।

গত ১০ দিনে ৪৫ জন লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন রোগী। ২৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এখনো। গুরুতর অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শহরের মিয়াপাড়া বানাকুড়া এলাকার বাসিন্দা সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া গ্রামের ঝুটন বনিক।

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ শফিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত