ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে ৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৯:১৯

দিনাজপুরে ৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।

এদিকে সোমবার দুপুর থেকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে আলাদা ডেঙ্গু রোগী কর্নার তৈরি করে ডেঙ্গু রোগীদের সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে

চিকিৎসকরা জানিয়েছেন, সেসব রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তারা ঢাকা ফেরত বলে জানা গেছে।

দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু খয়রুল কবির জানান, প্রতিদিন ৩ থেকে ৪ জন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত