ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘বুদ্দু বাবু’র ওজন ২৭ মণ, দাম ৮ লাখ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৯:৪৪

‘বুদ্দু বাবু’র ওজন ২৭ মণ, দাম ৮ লাখ

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে এবারে বাড়তি আকর্ষণ অজিত রায়ের ‘বুদ্দু বাবু’। খুবই শান্তশিষ্ট প্রকৃতির ফ্রিজিয়ান জাতি একটি ষাঁড় গরু এটি।

গরুটি টাঙ্গাইলের নাগরপুরের খামার কাঠুরি গ্রামের অজিত রায়ের। গরুটি সবুজ ঘাস, খড়, ভুসি, ভুট্টার ভাঙা দানা খেয়ে বেড়ে উঠেছে। নজরকাড়া গরুটি সার্বক্ষণিক দেখভাল করেন অজিত রায়ের স্ত্রী। গরুটির ওজন প্রায় ২৭ মণ। দাম ধরেছেন ৮ লাখ টাকা।

গরু পালনের বিষয়ে খামারি অজিত জানান, নাগরপুর উপজেলার প্রাণিসম্পদ দফতরের সঙ্গে যোগাযোগ করে গরুর ওজন এবং প্রয়োজনের ভিত্তিতে প্রাকৃতিক (ব্যালেন্সড) সুষম খাবার খাওয়ানো হয়েছে।

এছাড়া নিয়মিত গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা, বাবুর ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত হাটানো, রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়া ও কৃমির ওষুধ খাওয়ানো এ সকল বিষয় সংশ্লিষ্ট দফতরের পরামর্শেই আজ ‘বুদ্দু বাবুর’ ওজন ২৭ মন। বুদ্দু বাবুকে মোটা তাজা করার ব্যাপারে কোনো প্রকার ঔষধ ও ইনজেকসন ব্যবহার করা হয়নি বলে জানান তিনি।

বাজার অনুযায়ী বুদ্দু বাবু ন্যায্য দাম পেলে স্থানীয়ভাবে বিক্রি করার ইচ্ছা রয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত