ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে তৎপর পুলিশ

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১২:২৬

রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে তৎপর পুলিশ

ঝালকাঠিতে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে যত্রতত্র ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখি করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের কয়েকটি পার্কসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটককৃত ২৬ শিক্ষার্থীর মুচলেকা নিয়ে রাতেই তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্ব বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন, ডিবির ওসি ইকবাল বাহার অংশ নেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি। লেখাপড়া ফাকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংশের পথে পা বাড়াতে না পারে সে দিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

  • সর্বশেষ
  • পঠিত