ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

খুলনায় শিখা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪৫

খুলনায় শিখা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনায় আবা‌সিক হো‌টে‌লে শিখা ওর‌ফে মুক্তা বেগম (৩৫) না‌মের এক নারী‌কে হত্যার দা‌য়ে আব্দুল্লাহ ওর‌ফে সা‌কিব (২৩) না‌মের এক আসা‌মিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্প‌তিবার খুলনার জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রে‌ন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সা‌কিব বগুড়ার শাহাজাহানপুর উপজেলার সোনাইদিঘি এলাকার মোক‌লেছুর রহমা‌নের ছে‌লে। অন্যদিকে, নিহত মুক্তা বেগম খুলনার ব‌টিয়াঘাটা উপ‌জেলার ভান্ডার‌কোট গ্রামের আব্দুল খা‌লেক ফ‌কি‌রের মে‌য়ে।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণ থে‌কে জানা‌ যায়, ২০১৭ সা‌লের ২০ ফেব্রুয়া‌রি রা‌তে খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার চুকনগর বাজার এলাকায় গাজী আবা‌সিক হো‌টে‌লে শিখা ওর‌ফে মুক্তা বেগম‌কে শ্বাস‌রো‌ধে হত্যা ক‌রে সা‌কিব। পর‌দিন সকা‌লে পু‌লিশ তার মরদেহ উদ্ধার ক‌রে।

এ ঘটনায় ডুমু‌রিয়া থানার এসআই মো. রুহুল আজম বা‌দী হ‌য়ে হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিমাইচন্দ্র কুণ্ডু ২০১৮ সা‌লের ৩০ মার্চ সা‌কিব‌কে অভিযুক্ত ক‌রে আদালতে চার্জ‌শিট দা‌খিল ক‌রেন। মামলায় ১৯ জ‌ন আদালতে স্বাক্ষ্য প্রদান করেছেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত