প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ২০:০১
রামগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রামগঞ্জ পাট বাজার খান টাওয়ারে আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈকত মাহমুদ শামসু, বিআরডি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, ৩নং ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ৪নং ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহিদ উল্যা, ভাটরা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সহেল রানা, যুগ্ম আহবায়ক আলী মতুর্জা বাবু, উপজেলা যুবলীগ নেতা সবুজ ভূঁইয়া, মোজাম্মেল হোসেন, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, যুগ্ম আহবায়ক আশরাফ, রবিউল ইসলাম অপুমাল প্রমুখ।
সভায় আগামী ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ জার্নাল/আরকে