ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে ২৩ হাজার বার কোরআন খতম

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৯, ১৬:৩৬

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে ২৩ হাজার বার কোরআন খতম
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনা করে প্রায় ২৩ হাজার বার কোরআন খতম সম্পন্ন হয়েছে। গত ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এই কোরআন খতম করে।

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ২২ হাজার ৯১৭ বার পবিত্র খতম করেছে অধিদপ্তরের শিশুরা।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর শোক র‌্যালি শেষে শুরু হয় আলোচনা পর্ব।

অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত