ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সিরাজগঞ্জে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ৩৫৪

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ০৯:৪১

সিরাজগঞ্জে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ৩৫৪

সিরাজগঞ্জে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে আরও ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন ২০ জনসহ ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৩৫৪ জন, এদের মধ্যে ৩০২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ দিনে মোট ৩৫৪ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন। দু-তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাহিরে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি জানান, ডেঙ্গু সচেতনতায় সিভিল সার্জন কার্যালয় থেকে প্রচার প্রচারণা ও ব্যানার টানানো হচ্ছে। পাশাপাশি চলছে জেলা ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সচেতনতা মূলক কর্মসূচি দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত