ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৫ ডেঙ্গু রোগী

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১২:০৩

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৫ ডেঙ্গু রোগী
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। সবমিলিয়ে হাসপাতালগুলোতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৩২ জন রোগী।

এর মধ্যে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ৬৩ জন, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জনসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮৫২ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চত করে জানান, এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে।

ডেঙ্গু রোগীদের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে একটি ব্লাডসেল কাউন্টার মেশিন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত