ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে হাসপাতালে ভর্তি ৩১ ডেঙ্গু রোগী

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৯:০৪

রাজবাড়ীতে হাসপাতালে ভর্তি ৩১ ডেঙ্গু রোগী

প্রতিদিনই রাজবাড়ীর সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গুলোতেও ডেঙ্গু চিকিৎসা নিতে রোগীরা ভর্তি হচ্ছে জ্বর নিয়ে। সিভিল সার্জন বলছেন রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজবাড়ীর সদর হাসপাতালে ১১ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১০ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১০ জন করে মোট ৩১জন ডেঙ্গু রোগী হাসপাতাল গুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রাজবাড়ীতে এ পর্যন্ত ২৪৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪১ জন ডেঙ্গু রোগী সরকারী হাসপাতাল গুলোর ইনডোর ও আউটডোর থেকে চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরেছেন।

তবে গত ২৪ ঘন্টায় নতুন ৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, প্রতিদিনই রাজবাড়ী ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে রাজবাড়ীতে ধীরেধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ভর্তি রোগীর সংখ্যা ৭ জন, এ পর্যন্ত রাজবাড়ী ডেঙ্গু রোগীর সংখ্যা সনাক্ত হয়েছে ২৪৮ জন। তবে ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত