ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১২:২২

রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে

রাজবাড়ীতে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। গত সপ্তাহের শেষ ৩ দিনে রোগী ভর্তি হয়েছিল ১৭ জন সেখানে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী বেড়ে নতুন করে ভর্তি হয়েছে ৯ জন।

এ পর্যন্ত হাসপাতাল গুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা - ১৭ জন, যা গত কালের তুলনায় ৪ জন বেশি।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে যা গতকাল ভর্তি ছিল ৮ জন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ জন এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১ জন করে জেলা সরকারী হাসপাতাল গুলোতে মোট ১৭ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে ২৬৭ জন। আর ২৪ ঘন্টায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান বলেন, গত তিনদিনের তুলনায় শুক্রবার ডেঙ্গু রোগী বেড়েছে। যেখানে ৩ দিনে ভর্তি হয়েছিল ১৭ জন আজ তা বেড়ে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৯ জন। তবে গড়ে প্রতি দিনের চাইতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমেছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত