ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

তাঁবুতে ঢুকে বেদে দম্পতিকে ছোবল দিল সাপ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৩:০১  
আপডেট :
 ২৩ আগস্ট ২০১৯, ১৩:২২

তাঁবুতে ঢুকে বেদে দম্পতিকে ছোবল দিল সাপ

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী আলিনা খাতুনও সাপড়ের কামড়ে আহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) ভোরে সাতক্ষীরা আলিপুর নতুন বাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

একলু মিয়া ও তার স্ত্রী আলিনা খাতুন যশোর জেলার কালিগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, একলু মিয়া ও তার স্ত্রী আলিপুর নতুন বাজার এলাকায় তাবু টাঙ্গিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিল। গভীর রাতে তাদের দুইজনকে বিষধর সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওজা ডেকে ঝাড় ফু করান। অবস্থার অবনতি হলে ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একলু মিয়া মারা যান। তার স্ত্রী অচেতন অবস্থায় চিকিসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন বিশেষজ্ঞ ডা: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত