ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

হাসপাতালে নেয়ার পথে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৪:৫১

হাসপাতালে নেয়ার পথে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে ডেঙ্গুতে আক্রান্ত সুমি আক্তার (৩১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ৮ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

স্বজনরা জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২০ আগস্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গৃহবধূ সুমি আক্তার (৩১)। কিন্তু শনিবার তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন চিকিৎসক। পরিবারের লোকজন সুমিকে নিয়ে ঢাকায় নিয়ে যাবার সময় রাত ৪টার দিকে মাঝপথে তার মৃত্যু হয়।

নিহত সুমি শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী।

এ দিকে জেলার সবগুলো সরকারি হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এখনো হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে অর্ধশত রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলার স্বাস্থ্য বিভাগ।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস বাংলাদেশ জার্নালকে বলেন, শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সে ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত