ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের মালামাল জব্দ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৯:২৮

দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের মালামাল জব্দ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বীরগঞ্জ এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মালামাল জব্দ করেছেন ২নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলুর রহমান জুয়েল। শনিবার বিকেলে এসব মালামাল জব্দ করা হয়।

রোববার সরেজমিনে ঘুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হীরামনি এলাকা মতৃ বাচ্চু মিয়ার ছেলে মো. দুলাল হোসেন অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করতো বলে অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসীর অভিযোগ, দুলাল হোসেন প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলন করে আসছেন এবং গোরস্থান দখল করে বালু রাখার জায়গায় বানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসী বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেনকে মুঠোফোনে অবগত করলে তিনি ২নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েলকে ড্রেজার মেশিনসহ সকল মালামাল জব্দ করার নির্দেশ দেন। চেয়ারম্যান তৎক্ষণাৎ চার জন গ্রাম পুলিশ পাঠিয়ে একটি পাথর বহনকারী নছিমন, ড্রেজার মেশিনসহ সকল মালামাল জব্দ করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন বলে জানা যায়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত