ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমীর সম্মাননা পেলেন পাঁচ গুণীজন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৫:০১

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমীর সম্মাননা পেলেন পাঁচ গুণীজন

শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জে ৫ গুণীজনকে দেয়া হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৮।’ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘কণ্ঠ সংগীতে’ জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক পেয়েছেন মেহবুব রেজা। ‘যন্ত্র সংগীতে’ শ্রী রনজিত কুমার নন্দী; ‘নাট্যকলায়’ গিয়াস উদ্দিন; ‘লোক সংস্কৃতি গম্ভীরায়’ সাইদুর রহমান এবং ‘আবৃত্তি’তে রাসিদা খাতুন।

ষষ্ঠবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যেক গুণীজনকে সম্মাননা হিসেবে মেডেল, পাশাপাশি সনদ ও ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমন ফয়সল। শেষে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • পঠিত