প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২১
মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মওদুদ আহমেদ রুবেল (২৭) নামে এক ছাত্রলীগ নেতার নিহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত রুবেল উপজেলার কালিকাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, সন্ধ্যায় সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে রুবেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এইচকে