ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা বাতিলের দাবি

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৬

শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা বাতিলের দাবি

ইউজিসি কর্তৃক প্রণীত পাবলিক বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা বাতিল ও ইনক্রিমেন্ট বহালের দাবি জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রুয়েট শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি জানান।

মানববন্ধনে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি এস এম আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা থাকবে এটা কাঙ্ক্ষিত কিন্তু অবশ্যই এই নীতিমালা প্রণয়ন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের মাধ্যমে এই নীতিমালা প্রণয়ন হওয়ার কথা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবজ্ঞা করে, অসম্মান করে শিক্ষকদের উপর অসংগতিপূর্ণ নীতিমালা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থি, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিপন্থি, জ্ঞান সৃষ্টি ও বিকাশের যে প্রতিযোগিতা থাকে তার পরিপন্থি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা আশা করছি সরকার ও কর্তৃপক্ষ অবিলম্বে এই নীতিমালা বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করবেন।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীমুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি এস এম আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি কামরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ মিয়া মোহাম্মদ জুগলুল সাদত, সদস্য আব্দুল মফিজ, আশরাফুল আলম, হারুন উর রশিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট/রিজেন বোর্ড অনুমোদন করবে। এ ধরনের অভিন্ন নীতিমালা বিশ্বের কোথায়ও আছে বলে আমাদের জানা নেই।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত