ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রোববার থেকে চতুর্থ অধিবেশন

রোববার থেকে চতুর্থ অধিবেশন

শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। রোববার (৮ সেপ্টেম্ব) ৫টায় এ অধিবেশন শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, অধিবেশনটির মেয়াদ সাত কার্যদিবস হতে পারে। রোববার এ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দুই, তিনটি বিল পাস হতে পারে জাতীয় সংসদের এ অধিবেশনে। এছাড়া আরও কয়েকটি বিল এ অধিবেশনে উপস্থাপনা করার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

সংবিধান তন্ত্র অনুসারে, জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় ৬০ দিনের বেশি হতে পারবে না। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অর্থাৎ তৃতীয় অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত