ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

শিক্ষাখাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮

শিক্ষাখাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে অধিক গুরুত্ব দিচ্ছে। অথচ কিছু অসাধু ব্যক্তি সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। শিক্ষা খাতে সব অনিয়ম-দুর্নীতি নির্মূল করা হবে। শিক্ষা খাতে এখনও যারা অনিয়ম করছে তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে রোববার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) এক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মুসতাক আহমদ।

বিদায়ী সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং ইরাব সাধারণ সম্পাদক নিজামুল হক, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত