ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সিলেট সীমান্তে দুটি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৩

সিলেট সীমান্তে দুটি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়াইনঘাট সীমান্ত এলাকা দিয়ে আসা দুটি অস্ত্রসহ তিনজনকে ঢাকায় গ্রেপ্তারের পর এবার ভারত থেকে চোরাইপথে আনা আরো দুটি অস্ত্রসহ মূলহোতা আরব আলীকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে বিছানাকান্দি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আরব আলী দুই বছর ধরে সীমান্তবর্তী ভারতের লাংখাট বাজার থেকে সবজির ব্যাগে করে ৪টি চালানে ১০টি অস্ত্র বাংলাদেশে নিয়ে আসে। অস্ত্রগুলো এনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল শহীদ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আনছার মিয়ার কাছে পৌঁছে দেয়া হয়। সবশেষ চালানের ৪ টি অস্ত্রের মধ্যে দুটি শহীদের কাছে বিক্রি করে। যে দুটি অস্ত্রসহ শহীদ ও আনসার মিয়া ঢাকার যাত্রবাড়ীতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যদের হাতে গত ৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে আরব আলীকে দুটি রিভলবারসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, আরব আলীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে বারিক নামের একজন অস্ত্রগুলো সবজির ব্যাগে ভরে লাংখাট বাজারে আনে। সেখান থেকে আরব আলী তা কিনে বাংলাদেশে নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত