ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

হাসিনা-মোদি বৈঠক আগামী মাসে

হাসিনা-মোদি বৈঠক আগামী মাসে
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে আগামি অক্টোবরের প্রথম সপ্তাহে। দুই প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের পরে এই প্রথম নয়াদিল্লিতে শীর্ষ বৈঠক বসতে চলেছে।

এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে ৩ অক্টোবর দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ‘ইন্ডিয়ান ইকনমিক সামিট’-এ যোগ দিবেন তিনি। ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর।

উভয় প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘অগ্নিগর্ভ প্রতিবেশী বলয়ের মধ্যে কার্যত একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আসন্ন বৈঠকটি ভারতের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই চ্যালেঞ্জিং।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোদি-হাসিনা আসন্ন বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠবে। পাশাপাশি আসাম প্রসঙ্গ, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, পানিচুক্তি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত