ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৫ মাস পর মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন শুরু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০

৫ মাস পর মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন শুরু

মেশিনারিজ ত্রুটির কারণ দেখিয়ে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর শনিবার সকালের শিফট থেকে দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করেছেন খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র অধীনে কর্মরত শ্রমিকরা।

কর্মচারীদের যোগদানের পর কর্মচাঞ্চল্যে মুখরিত হয়েছে পাথর খনি এলাকা।

পাথর খনি শ্রমিক মোস্তফিজুর রহমান বাংলাদেশ জার্নালকে জানান, গত পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায় পাথর উত্তোলনের কাজ চালু হওয়ায় সকল শ্রমিকরা আনন্দিত। কারণ গত ৫ মাস মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনের কাজ বন্ধ থাকায় শ্রমিকের খুব কষ্টে দিনযাপন করেছেন।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি খনির দায়িত্বভার গ্রহণ করে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে পাথর খনির উৎপাদন ইতিহাসে রেকর্ড তৈরি করে এক মাইল ফলক সৃষ্টি করেছে। খনি থেকে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ধারাবাহিকভাবে মাসিক প্রায় ১ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন শুরু করে পাথর খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সম্ভবনার দ্বার খুলে দেয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসিকে কয়েক বার খনির উৎপাদন বন্ধ রেখে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।

উৎপাদন শুরুর কয়েক মাসের মধ্যেই বিস্ফোরক সংকটে প্রায় ১ মাস উৎপাদন বন্ধ থাকে। উৎপাদনের প্রায় দেড় বছরের মাথায় খনি উন্নয়ন কাজে বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশের অভাবে প্রায় ২ বছর খনি থেকে পাথর উত্তোলন ও উন্নয়ন কাজ বন্ধ রাখতে হয় জিটিসিকে।

বিশ্বমানের এবং অত্যাধুনিক বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশ আমদানির পর জিটিসি খনির নতুন স্টোভ নির্মাণ করে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে পুরো দমে কাজ শুরু করে গত মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে মাসিক প্রায় ১ লক্ষ ৩০ হাজার মেট্রিক টনে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে স্কিপ উন্ডারের প্রিমিয়াম গিয়ার বক্স নষ্ট হয়ে যাওয়ায় সকল পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় জিটিসি।

খনির একটি সূত্র জানায়, পাথর খনির বর্তমান ব্যবস্থাপানা পরিচারক মো. ফজলুর রহমান গত ২১ জুলাই- ২০১৯ ইং তারিখে মধ্যপাড়ায় যোগদান করার পর তিনি জিটিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন এবং দ্রুত কার্যক্রম শুরুর ব্যাপারে তার সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকের পর জিটিসি দ্রুত গতিতে সকল কার্যক্রম শুরু করে খনির চাকা সচল করে।

পাথর খনি থেকে পাথর উত্তোলন শুরু করার পর প্রায় আড়াই বছর খনি বন্ধ থাকার পরেও জিটিসি এই সময়কালে পাথর উত্তোলন করেছে প্রায় ৩১ লক্ষ মেট্রিক টন। পাশাপাশি করেছে স্টোপ উন্নয়নের কাজ। জিটিসি’র দ্বারা পাথর উৎপাদনের এই রেকর্ড লোকসানের ভারে প্রায় বন্ধ হওয়ার উপক্রম এই খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশার আলো দেখিয়েছে খনি এলাকার মানুষকে। পাশাপাশি সরকারের উন্নয়ন কাজে পাথরের চাহিদা মিটিয়ে দেশের অর্থনৈকি উন্নয়নে খনিটি অবদান রাখতে পারবে বলেও এলাকার সচেতন মানুষ মনে করে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত