ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে ৪৮ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৪

গোপালগঞ্জে ৪৮ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি

গোপালগঞ্জে আবারো বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর জেলায় একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এনিয়ে জেলায় গত দুই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়োলো ৪৩০ জনে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ভর্তি হওয়ায় ডেঙ্গু রোগীর মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে ১৬ জন ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ৪৩০ জনের মধ্যে ২২জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকী রোগীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর পর সাধারণ রোগীসহ জেলাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সামান্য জ্বর হলেও রক্ত পরীক্ষা করতে হাসপাতালে ছুটছেন তারা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত