ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

মাদকের টাকার জন্যে বাবা-মাকে ছেলের মারধর

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭

মাদকের টাকার জন্যে বাবা-মাকে ছেলের মারধর

দিনাজপুরের বিরামপুরে বাবা-মাকে মারধরের ঘটনায় শ্রী রিপন কুমার নামের এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার কোঁচগ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত রিপন কুমার কোঁচগ্রামের দিনমজুর মনিচানের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রিপন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। তার বাবা মনিচান দিনমজুর। মাদকের টাকা জোগাড় করতে রিপন বাড়ির জিনিসপত্র বিক্রি করে দেয়। এতে বাধা দিলে প্রায়ই তার বাবা-মাকে মারধর করতো।

মো. মনিরুজ্জামান জানান, সম্প্রতি দা নিয়ে বাবা-মাকে হত্যা করতে উদ্যত হয় রিপন। এঘটনায় মনিচান ছেলের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমানের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ দেন।

সোমবার দুপুরে মাদকের টাকা না পেয়ে বাবা-মা কে মারধর করতে থাকে রিপন। এসময় মনিচান ইউএনওকে জানালে ঘটনাস্থল থেকে রিপনকে আটক করা হয়। পরে ইউএনও মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপনকে আট মাসের কারাদণ্ড দেন। পরে তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত