ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক সিলগালা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯

চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গার আঁখিতারা জেনারেল হাসপাতালে ১২ সেপ্টেম্বর এক প্রসূতির মৃত্যু হয়। তার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। অবৈধ এই হাসপাতালটিতে প্রতারণার চিত্র উঠে আসে বেশ কয়েকবার।

এরই আলোকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সংলগ্ন আঁখিতারা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এসময় ক্লিনিকের ডাক্তার ও ডিপ্লোমা নার্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনুমোদন লাইসেন্স না থাকার অপরাধে ক্লিনিকটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

ক্লিনিকের মালিক ডাক্তার তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করের সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার ইসরাত জাহান। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডাক্তার আওলিয়ার রহমান।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত