ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অসম্ভব: জাতিসংঘ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:০১

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অসম্ভব: জাতিসংঘ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া অসম্ভব বলে মনে করছে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন। রাখাইনে এখনও থাকা প্রায় ছয় লাখ রোহিঙ্গা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকিতে’ রয়েছে বলে জানান তারা।

মানবাধিকার পরিষদ গঠিত এই মিশন গতবছর ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিল। সেই সময় তারা সেনাবাহিনীর প্রধান মিন অং লায়িংসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও বিচার দাবি করেছিলেন।

জাতিসংঘের দলটি বলছে, মিয়ানমারের রাখাইনে এখনও ছয় লাখ রোহিঙ্গা রয়েছে৷ তারা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকির’ মধ্যে রয়েছে বলে জানিয়েছে। মিয়ানমার নিয়ে এই দলের তৈরি করা চূড়ান্ত প্রতিবেদনটি মঙ্গলবার জেনেভায় উপস্থাপন করা হবে।

রিপোর্টে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন একশোর বেশি ব্যক্তির নাম আছে বলে জানানো হয়েছে। দলটি গতবছর সেনাবাহিনীর ছয়জন জেনারেলের নাম উল্লেখ করেছিল। সূত্র: ডিডব্লিউ

বাংলাদেশ জার্নাল/আরক

  • সর্বশেষ
  • পঠিত