ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পাবনায় বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭

পাবনায় বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় এক কৃষক ক্ষেতে বালাইনাশক দেয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার পদ্মবিলা মোল্লাপাড়া গ্রামের ইসলাম সেখের ছেলে আব্দুস সালাম (৫০)।

কুমিড়গাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওই চাষির পরিবারের লোকজন জানান, চাষি আব্দুস সালাম সোমবার দুপুরে ক্ষেতে বালাইনাশক দেওয়ার সময় নাকে- মুখে রুমাল বা কোন মাস্ক ব্যবহার করেননি।

তারা জানান, ক্ষেতে থেকে আসার পর আব্দুস সালাম অসুস্থ হয়ে যান। তাকে অসুস্থ অবস্থায় বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকসাদ আল মাসুর আনন জানান, ওই চাষির অসর্তকতার জন্য তিনি বিষক্রিয়ার শিকার হয়েছেন বলে তাদের ধারণা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত