ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করলেন স্বর্ণপদকপ্রাপ্ত ট্রেনচালক

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করলেন স্বর্ণপদকপ্রাপ্ত ট্রেনচালক

পাবনার ঈশ্বরদীতে রেললাইনে মাথা দিয়ে আবদুল লতিফ (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক ট্রেনচালক আত্মহত্যা করেছেন। সোমবার রাতে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। রেলওয়ের স্বর্ণপদকপ্রাপ্ত চালক (এলএম) ছিলেন তিনি।

সোমবার রাত সাড়ে ৭টার সময় ঈশ্বরদী-খুলনা রুটের পাকশী স্টেশনের ২নং প্ল্যাটফর্মের রেল লাইনে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন আবদুল লতিফ।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি সংক্রান্ত বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে আবদুল লতিফ ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আবদুল লতিফ শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, পরিবারের ওপর অভিমান করেই অবসরপ্রাপ্ত ট্রেনচালক আবদুল লতিফ আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত