ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ কর্মসূচি শুরু

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ কর্মসূচি শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন তিলোত্তমা সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা কর্মসূচি।

এ উপলক্ষে মঙ্গলবার শহরের খুলনা রোড মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় আরো বক্তব্য দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

বক্তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এজন্য অনেকে কষ্ট পাবে, ব্যথিত হবে, দুঃখ পাবে। আবার অনেকে আনন্দিতও হবে। সবকিছু ছাপিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

এই কর্মসূচি চলবে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত