ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

জুয়েলারির আড়ালে পিতা-পুত্রের বিদেশি মদের ব্যবসা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭

জুয়েলারির আড়ালে পিতা-পুত্রের বিদেশি মদের ব্যবসা

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে শিপক চন্দ্র ও তার বাবা কানাই চন্দ্রকে মঙ্গলবার দুপুরে আটক করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে তিন লাখ টাকা মূল্যের ৩৫ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ।

আটক শিপক চন্দ্র উপজেলার টরকী বন্দরের চন্দ জুয়েলার্সের মালিক। পিতা-পুত্র মিলে জুয়েলারি পরিচালনার পাশাপাশি গোপনে বিদেশি মদের ব্যবসা চালিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে টরকী বন্দর সংলগ্ন শিপক চন্দ্রের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে এক লিটারের ৩৫ বোতল বিদেশি মদ ও ২৫০ গ্রামের ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্বর্ণ ব্যবসার আড়ালে আটককৃতরা গোপনে বিদেশি মদের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত