ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গু কেড়ে নিলো স্কুলছাত্রীর প্রাণ

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

ডেঙ্গু কেড়ে নিলো স্কুলছাত্রীর প্রাণ

কুষ্টিয়ার ভেড়ামারায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুথিমালা (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জুথিমালা ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলো।

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুল আলম লালু জানান, গত শুক্রবার জ্বরে আক্রান্ত হওয়ায় জুথিমালার পরিবার তাকে ভেড়ামারার একটি প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। রিপোর্ট পেয়ে তারা বাড়িতে চলে আসে। মঙ্গলবার দুপুরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। রাজশাহী নেয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।

জুথিমালার মামা সম্রাট ইসলাম জানান, পরিবারের লোকজন মনে করেছিলো স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে রোগ ভালো হবে। তাই তারা বাড়িতে নিয়ে চলে আসে। পরে স্থানীয় এক কবিরাজের চিকিৎসা নিতে থাকে। মঙ্গলবার দুপুরে তার খিচুনী উঠলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাজশাহী নেয়ার পথে বিকেলে সে মারা যায়।

এনিয়ে এ উপজেলায় মাত্র সাত দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হলো।

এর আগে ডেঙ্গুজ্বরে শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রওশন আরা খাতুন (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়। রওশন আরা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

এছাড়া মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মীনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। মীনা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত