ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০২

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে আমদানীকারক সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের সাওদাগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, শহরের সাওদাগর রোডে অভিযান চালানো হয়। এসময় আমদানিকারক সিলবিহীন বিদেশী পণ্য বিক্রির দায়ে মেসার্স বরকত স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স বাগদাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত