ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

আওয়ামী লীগের দু’গ্রুপের গোলাগুলি, ওসিসহ আহত ১২

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭

আওয়ামী লীগের দু’গ্রুপের গোলাগুলি, ওসিসহ আহত ১২

নোয়াখালীর সোনাইমুড়ীতে সালিশি বৈঠকে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সোনাইমুড়ি থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এতে পুলিশসহ আহত হয়েছে ১২ জন। আটক করা হয়েছে ৩ জনকে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, এলাকায় আধিপত্য নিয়ে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সোনামুড়ি বাজারে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে বুধবার রাতে সালিশি বৈঠক ডেকে সমাধানের আশ্বাস দেন।

বৈঠকের শুরুতেই ১৫-২০ জনের একটি গ্রুপ কোনো কিছু বোঝার আগেই বৈঠক স্থলে এলোপাতাড়ি ককলেট, বোমা ও গোলাগুলি শুরু করে।

এতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছামাদসহ আহত হয় ১২জন। গুলিবিদ্ধ হয় আরো ১জন।

আব্দুস ছামাদ জানান, তিনি হাতে ও পায়ে ব্যথা পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত