ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

ভালোবেসে বিয়ে, অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৬

ভালোবেসে বিয়ে, অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শিল্পী খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার উপজেলার কৈডাঙ্গা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিল্পী খাতুন ঐ এলাকার খাইরুলের ২য় স্ত্রী ও চরভাঙ্গুড়া রেলপাড়ার ইউসুফ আলীর মেয়ে।

শিল্পীর পিতা সাংবাদিকদের জানান, সাত মাস পূর্বে শিল্পী কৈডাঙ্গা চরপাড়া গ্রামের খায়রুল ইসলামকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু বিয়ের পরে সে জানতে পারে খায়রুল বিবাহিত ও দুই সন্তানের জনক। তখনই তার সংসারে শুরু হয় অশান্তি। তারপরও সে সকল অশান্তি সহ্য করে এতদিন স্বামীর বাড়িতেই ছিল।

তিনি জানান, কিন্তু জামাই খায়রুল ইসলাম বড় বউকে বেশি ভালোবাসতো। শুক্রবার রাতে এ নিয়ে মেয়ে জামাইয়ের মধ্যে ঝগড়া হয়। জামাই তাকে মারপিটও করে। ফলে রাগ ও অভিমানে শনিবার দুপুরে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এসময় ইউসুফ আলী তার মেয়ের মৃত্যুর জন্য জামাই খায়রুল ইসলামকে দায়ী করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত