ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

পদ্মায় নাব্যতা সংকটের কারণে দীর্ঘ ৭ ঘন্টা বন্ধ ছিলো ফেরি চলাচল। এতে উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। অবশেষে ৭ ঘন্টা পর ফের চালু হয়েছে ফেরি চলাচল।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বন্ধ হয় ফেরি চলাচল।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নৌরুটে চারটি রো রোসহ আটটি ফেরি চলাচল শুরু করেছে। গেল কয়েকদিন ধরেই এই নৌরুটে নাব্যতা সংকট চলমান রয়েছে। ঘাট থেকে ফেরি যাত্রী ও যানবাহন লোড করে নিয়ে গিয়ে চ্যানেলের মুখে নাব্যতা সংকটের কবলে পড়ে আবার ফিরে আসে। পর্যাপ্ত গভীরতা না থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি বন্ধের কারণে বর্তমানে শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি আছে। ফেরিগুলো কম যানবাহন লোড করে ঘাট ছেড়ে যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত