ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

তিন প্রাথমিক শিক্ষককে হাতুড়িপেটা

তিন প্রাথমিক শিক্ষককে হাতুড়িপেটা

নড়াইলের লোহাগড়া উপজেলার চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পানির পাম্প চুরি হয়। এ ঘটনায় স্থানীয় রকি নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। এর জেরে শনিবার সকালে রকির পক্ষে কলাগাছি গ্রামের ইসহাক, আসাদ, টিটুল, ফারুক, তিলায়েত শিক্ষকদের স্কুলে যেতে বাধা দেয়। পরে দুপুরে ফের কাঞ্চনপুর এলাকায় সন্ত্রাসীরা স্কুলের প্রধান শিক্ষক শেখ মো. শাহাবুদ্দিন এবং সহকারী শিক্ষক মো. মহসিন আলম ও মো. সইবুর রহমানের ওপর লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা আহত শিক্ষকদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।

লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাইমিন জিসান বলেন, শিক্ষকদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে সইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধান শিক্ষক শেখ মো. শাহাবুদ্দিন অভিযোগ করেন, কলাগাছি এলাকার ইসহাক, আসাদ, টিটুল, ফারুক, তিলায়েত, রবি, ফয়সালসহ কয়েকজন তাদের ওপর হামলা চালিয়েছে।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন বলেন, শিক্ষকদের মারপিটের কথা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • পঠিত